(সময় বর্ধিতকরণ)

বিষয়: Research Paradigms and Advanced Methodology in Arts and Social

         Sciences প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আগ্রহীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান।

সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS) বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীন শিক্ষক, এম.ফিল./পিএইচ.ডি গবেষণায় আগ্রহী এবং তরুণ গবেষকদের জন্যে পঞ্চমবারের মতো তিন সপ্তাহব্যাপী Research Paradigms and Advanced Methodology in Arts and Social Sciences শীর্ষক প্রশিক্ষণ কোর্স আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। স্বনামধন্য ও অভিজ্ঞ গবেষকদের দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হবে।

কোর্স আরম্ভের সময় ০৬ মার্চ – ১৬ মার্চ, ২০২২ প্রতি কর্মদিবসে দুপুর ২:০০ থেকে বিকাল ৫:০০ পর্যন্ত ঈঅজঅঝঝ ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে Research Concept, Research Paradigms: Ontology, Epistemology, Literature Review, Data Collection Tools, Quantitative & Qualitative Method, Mixed Research Approaches, Action Research, Research Ethics, Research Report and Dissertation Writing, Referencing and Citation প্র্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।

প্রশিক্ষণ ফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, গবেষকদের জন্যে: ৩০০০/- (তিন হাজার টাকা),

অন্যান্যদের জন্যে: ৫০০০ (পাঁচ হাজার টাকা)।

আপনার বিভাগ থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ০৩ মার্চ, ২০২২ তারিখের নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হচ্ছে:

কাজী সামিও শীশ, সিনিয়র রিসার্চ ফেলো, কক্ষ নং ৩১১, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (ঈঅজঅঝঝ), টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ই-মেইল: carass@du.ac.bd;

http://www.carass.du.ac.bd/

আসন সংখ্যা সীমিত।

সম্মানান্তে

(অধ্যাপক ড. আবদুল বাছির)

পরিচালক